আঙ্গিক, শারীরবৃত্তীয়, আচরণিক ইত্যাদি সকল ধরনের বৈশিষ্ট্যের বিবেচনায়ই মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে বিবেচিত এবং প্রাণীজগতে সর্বাপেক্ষা উন্নত প্রজাতি হিসেবে স্বীকৃত। যেকোনো প্রাণীকূলের তুলনায় মানুষ অনন্য বৈশিষ্ট্যের অধিকারী।



এদের অসাধারণ বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ:


মানুষের অনন্য বৈশিষ্ট্য:

১. মানুষ দু'পায়ে ভর দিয়ে মেরুদণ্ড সোজা রেখে দাঁড়িয়ে চলাচল করতে পারে।


২. ত্বক নরম, মসৃণ এবং স্বল্পমাত্রায় খাট লোমযুক্ত।


৩. মানুষ দুটি চোখের সাহায্যে একই সাথে দৃশ্যবস্তুকে এককভাবে দেখাতে পারে, যা দ্বিনেত্র দৃষ্টি নামে পরিচিত।


৪. মুষ্টিবদ্ধ করার ক্ষমতা একমাত্র মানুষের আছে। এই ক্ষমতা নরবানরের থাকলেও প্রয়োগ শুধু মানুষেই করতে পারে।


৫. স্তনগ্রন্থি বক্ষদেশে অবস্থিত।


৬. জনন অঙ্গ দুই পায়ের ভাজে সুরক্ষিতভাবে বিদ্যমান।


৭. প্রায় সকল স্তন্যপায়ী প্রাণীতে লেজ থাকলেও মানুষ লেজবিহীন।


৮. মস্তিষ্কের জটিলতা বাড়ার ফলে মানুষ প্রখর বুদ্ধিমত্তার অধিকারী।


৯. অপত্যস্নেহ অতি প্রকটভাবে প্রদর্শন করে। নিজেদের মৃত্যুর পরও সন্তান-সন্ততি যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে তার নিশ্চয়তা বিধানে সচেষ্ট থাকে।


১০. পরস্পর উপকার করে গোষ্ঠীবদ্ধ সামাজিক আচরণ প্রদর্শন করে।

Leave a Comment