প্রজননশীলতা কাকে বলে? প্রজননশীলতার পরিমাপের নির্দেশকসমূহ কী কী?
১) প্রজননশীলতা (Fecundity): প্রজননশীলতা মূলত জীবিত সন্তান উৎপাদনের ক্ষমতা। তবে মূলত সন্তান প্রসব, গর্ভপাত-এগুলো প্রজননশীলতার অন্তর্গত নয়। এক্ষেত্রে প্রজননকারী নারী প্রজননিক ক্রিয়া কর্মের মাধ্যমে সন্তান ধারণ ও উৎপাদনের দৈহিক সামর্থ্যকে প্রজননশীলতা নামে আখ্যায়িত করা হয়।
উদাহরণস্বরূপ আমরা বলতে পারি নারীর গর্ভের সন্তান এসে সেই সন্তান জীবিত প্রসব হলেই বলা যায় ঐ নারী প্রজননশীল বা জননশীলতার অধিকারিনী।
প্রজননশীলতার পরিমাপসমূহ:
প্রজননকারী নারী তার প্রজননিক ক্রিয়া কর্মের মাধ্যমে সন্তান ধারণ, উৎপাদনে দৈহিক সামর্থ্যের অধিকারী হওয়াই মূলত প্রজননশীলতা। প্রিজননশীলতা মাপার জন্য বিভিন্ন পরিমাপক পদ্ধতি ব্যবহার হয়। প্রজননশীলতার পরিমাপসমূহ বা পদ্ধতিগুলো নিম্নে আলোচনা করা হলো-
১. অশোধিত জন্ম হার (Crude birth rate = CBR): কোনো অঞ্চলের বা দেশের নির্দিষ্ট সময়ে মোট জন্মগ্রহণ করা, জীবিত শিশুর জন্ম সংখ্যা এবং মোট জনসংখ্যার অনুপাতই ঐ সময়ে ঐ অঞ্চলের অশোধিত জন্মহার বা স্কুল জন্মহার বলা হয়।
অশোধিত জন্মহারের সূত্র: অশোধিত জন্মহার,
B = কোনো নির্দিষ্ট বছরের মোট জীবিত জন্মদান সংখ্যা
P = ঐ বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা
K = ধ্রুব সংখ্যা = ১০০০।
২. সাধারণ জন্মহার (General fertility rate = GFR) : সাধারণত JQ - 88 বছর অথবা ২৫ ৪৯ বছর বয়স কালে সন্তান ধারণের সক্ষম বয়স ধরা হয়। অর্থাৎ ১৫ ৪৯ বছর বয়সের মহিলাদের মধ্যে প্রতি হাজার মহিলার মোট জীবিত সন্তান জন্মদানের সংখ্যাকে সাধারণ জন্মহার নামে আখ্যায়িত করা হয়।
সাধারণ জন্মহারের সূত্র: সাধারণ প্রজনন হার,
B = নির্দিষ্ট বছরের মোট জীবিত জন্মদান সংখ্যা
P = নির্দিষ্ট বছরের মধ্য সময়ে ১৫ ৪৯ বছর বয়সী মহিলাদের সংখ্যা
K = ধ্রুব সংখ্যা সাধারণত = 1000
৩. বয়ঃনির্দিষ্ট প্রজনন হার (Age specific fertility rate = ASFR): কোনো নির্দিষ্ট সময়ে বয়স অনুযায়ী মহিলারা যে সংখ্যক
সন্তান জন্মদান করে তার অনুপাতকে বয়ঃনির্দিষ্ট প্রজনন হার নামে অভিহিত করা হয়। নির্দিষ্ট সময়ে অর্থাৎ ৫ বছর বিরতিতে সন্তান ধারণে সক্ষম মহিলাদের যে পরিমাণ জীবিত সন্তান জন্মদান করে তা থেকে বয়ঃনির্দিষ্ট প্রজনন হার নিরূপণ করা হয়। এক্ষেত্রে বিভিন্ন বয়স গ্রুপের মহিলাদের নির্দিষ্ট সময় উৎপাদিত সন্তান সংখ্যা হতে নির্দিষ্ট প্রজনন হার নিরূপণ করা যায়।
এখানে,
Ba = নির্দিষ্ট সময় এ বিরতিতে মহিলাদের মোট জন্মদান সংখ্যা
P = ঐ বছরের মধ্যবর্তী সময়ে-একই বয়সের গ্রুপের মহিলা সংখ্যা
K = ধ্রুব সংখ্যা = 1000
Leave a Comment