আসসালামু আলাইকুম। আজকের পোষ্টের মুল বিষয়বস্তু হলো অম্ল বা এসিড এবং ক্ষার। আমাদের মধ্যে অনেকই আছেন যারা এখোনো এসিড বা ক্ষার ভালোভাবে চিনেন না। অন্য কোনো ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা না থাকলেও আমাদের বাস্তব জীবনে এর অবশ্যই ভুমিকা রয়েছে।  তাই আজকে আমি খুব সহজে এসিড বা ক্ষার বুঝানোর চেষ্টা করবো।

# এসিড কি?

# ক্ষার কি? 

# এসিড - ক্ষারের বিক্রিয়া কেমন হয়?

# এসিড - ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?

এসিডঃ সাধারনত যে সকল মৌল বা যৌগ পানিতে  H+ আয়ন দেয় তাদেরকে অম্ল বা এসিড বলে। 

যেমন - H2SO4 ( সালফিউরিক এসিড), HCl.(হাইড্রোক্লরিক এসিড ইত্যাদি) 

ক্ষারঃ যে সকল মৌল বা যৌগ সমুহ পানিতে  H+ আয়ম দেয়না তাদেরকে ক্ষার বলে। যেমন - NaHCO3, NaCO3, ইত্যাদি।


এসিড ও ক্ষারের বিক্রিয়া–

H2SO4  +   NaCO3 ––– Na2SO4 + H2O +CO2

এখানে,  2H+.SO4(2-) + Na+. CO3(1-)  →2Na(1+).SO4(2-) + H+.O(2-) + CO2

এখানে দেখা যাচ্ছে যে, সালফিউরিক(H2SO4) এসিডের সাথে সোডিয়াম কার্বোনেট (NaCO3)বিক্রিয়া করে সোডিয়াম সালফেট(Na2SO4), পানি এবং কার্বনডাইঅক্সািইড তৈরি হয়েছে।

HCl +  NaCO3→ NaCl + H2O +CO2

এখানে দেখা যাচ্ছে যে, 

H+.Cl-  + Na+. CO3 - → Na+. Cl - + H2O + CO2


ইনশাআল্লাহ পর্ব -০২ এ আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। সে পর্যন্ত আমাদের ওয়েব সাইটে ভিজিট করুন এবং আমাদের পাশেই থাকুন।

ধন্যবাদ সবাইকে 

Leave a Comment