Perseverance Robber Mission Into Mars in 2020
বিঃদ্রঃ নিচের সমস্ত ছবিগুলো NASA এর ওয়েব সাইট থেকে সংগ্রহ করা হয়েছে।
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন,। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি।
তো বন্ধুরা আপনারা নিশ্চয় উপরের টাইটেল দেখে বুঝে গেছেন আসলে আমি কি বলতে চাইছি। তো চলুন শুরু করি Curosity মিশন এর পর NASA ২০২০ সালের জুলাই মাসে Mars Persevarence Robber2020 উৎক্ষেপন করে মঙ্গল গ্রহে যাওয়ার উদ্দেশ্যে। দীর্ঘ ৬/৭ মাস মহাশূন্যে বিচরনকাল অতিক্রম করে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ দ্বিতীয় প্রহর তথা ১৯ তারিখ প্রথম প্রহর ভারতীয় সময় রাত ১২: ৪৫ মিনিটে এবং বাংলাদেশ সময় রাত ১:১৫ মিনিটে মঙ্গলের মাটিতে পা রাখে। সুষ্টভাবে Persevarence Robber টি মঙ্গলের মাটিতে পা রাখে। এভাবে সফল হলো NASA এর আরেকটি চেষ্টা। হয়তো এটির মাধ্যমে NASA প্রানের সন্ধান সহ আরো নানা কার্য করবেন।
তো আপনাদের জন্য Perseverance Robber এর তোলা মঙ্গলগ্রহের কয়েকটি চিত্র নিচে দিয়ে দিলাম। আপনারা দেখে নিন। উপরের যে বড় একটি ৩৬০° ছবি দেখতে পাচ্ছেন সেটাকে আমি নিচে কেটে কেটে ছোট করে দিলাম আপনাদের বুঝার সুবিধার্থে। তো দেখে নিন তাহলে --
০১.
করে দিলাম যাতে আপনারা ছবিটি ভালোভাবে বুঝতে পারেন --
০১.
Leave a Comment