তারিখ:
বরাবর
প্রধান শিক্ষক
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালস, টাঙ্গাইল।
বিষয়: তিনদিনের ছুটির জন্য আবেদন।
জনাব,
বরাবর
প্রধান শিক্ষক
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালস, টাঙ্গাইল।
বিষয়: তিনদিনের ছুটির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে. আমি আপনার বিদ্যালয়ের ৭ম শ্রেনির একজন নিয়মিত ছাত্র। পরিবারের সকলের সাথে আগামী ২৫/০৮/২০২৪ ইং হইতে ২৮/০৮/২০২৪ ইং পর্যন্ত সিরাজগঞ্জ বেড়াতে যাবো সপরিবারে। একারনে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারবো না। এমতাবস্তায় আমার তিনদিনের ছুটির প্রয়োজন।
অতএব, জনাবের নিকট বিনীত প্রার্থনা যে, আমাকে উক্ত ২৫/০৮/২০২৪ হইতে ২৮/০৮/২০২৪ তারিখ পর্যন্ত মোট তিন দিনের ছুটি মঞ্জুর করিলে আপনার নিকট কৃতজ্ঞ থাকবো।
বিনীত নিবেদক,
আপনার একান্ত অনুগত
ইবায়দুল ইসলাম আপন
শ্রেনি: ৭ম
শাখা: খ
রোল:৬৩
Leave a Comment