░ছন্দে░ছন্দে░মৌলের░নাম░শিখে░নাও░
আসসালামু আলাইকুম প্রিয় শির্থী বন্ধুরা। আশা করি তোমরা মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। চজকে তোমাদের সম্মুখে উপস্থিত হলাম সম্পুর্ন নতুন একটি তথ্যবহুল post নিয়ে। আজকের পোষ্টের মুল বিষয় হলো পর্যায় সারনির মৌলগুলো একদম সহজে ছন্দে ছন্দে শেখার সহজ নিয়ম।
তোমরা খুব সহজেই মৌলগুলো শিখতে পারবে আমার বিশ্বাস। তাই সম্পুরৃন পোষ্টটি মনোযোগ সহকারে পর এবং মৌল গুলো সহজেই ছন্দে ছন্দে শিখে নাও। তো আর দেরি কিসের৷ কাজে লেগে পড় এবার তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা।
পর্যায় সারনির মৌল ছন্দে ছন্দে
Group -IA
হা ━━━━▷হাইড্রোজেন ( H)
লি ━━━━▷ লিথিয়াম ( Li)
না━━━━▷সোডিয়াম ( Na)
কে ━━━━▷পটাশিয়াম ( K)
রুবি━━━━▷রুবিডিয়াম ( Rb)
চিকেন━━━━▷সিজিয়াম ( Cs)
ফ্রাই খাওয়াবে ━━━━▷ফ্রান্সিয়াম ( Fr)
Group- IIA
বিনয় -বেরিলিয়াম ( Be)
ম্যাজিক - ম্যাগনেশিয়াম ( Mg)
করে - ক্যালসিয়াম (Ca)
শরীফকে- স্ট্রনশিয়াম (Sr)
বশে - বেরিয়াম ( Ba)
রাখলো - রেডিয়াম (Ra)
Group-IIIA
বোন -বোরন( B)
আমার- অ্যালুমিনিয়াম (Al)
যাবে-গ্যালিয়াম (Ga)
ইন্ডিয়া ও-ইন্ডিয়াম ( In)
থাইল্যান্ডে -টাইট্যানিয়াম ( Ti)
Group-IVA
কামাল- কার্বন (C)
শিগ্রই- সিলিকন ( Si)
জিনিয়াস-জারমেনিয়াম (Ge)
সোনিয়াকে - টিন (Sn)
পাবে-লেড ( pb)
Group-VA
নাগ-নাইট্রোজেন -N
পুর -ফসফরাস-P
এসে-আর্সেনিক- As
আন্টি-অ্যান্টিমনি-Sb
বিস্মিত-বিসমাথ- Bi
Group-VIA
অহংকার -অক্সিজেন -O
স্বার্থপরতা -সালফার-S
সর্বদা -সেলেনিয়াম-Se
টানে -টেলুরিয়াম-Te
পশ্চাতে-পোলোনিয়াম-Po
Group-VIIA
ফাজিল-ফ্লোরিন- Fl
কর্নেল -ক্লোরিন-Cl
বলে -ব্রোমিন-Br
আমিই-আয়োডিন-I
এরিস্টটল-অ্যাস্টাসিন-At
Group-VIIIA
হেনা -হিলিয়াম-He
আর-নিয়ন-Ne
করিমন-ক্রিপটন-Kr
যেনো -জেনন-Xe
রাজবানি-রেডন-Rn
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি পুরো পোষ্টটি তোমরা মনোযোগ সহকারে পরেছো। আর এই পোষ্টি তোমাদের কেমন লাগলো তা নিচে comment করে অবশ্যই জানাবে এবং আমাদের সাথে সাহায্য করবে। তো আজকের পোষ্টটির ইতি এখানেই টানছি। জদি আরো এরকম শিক্ষামুলক পোষ্ট পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবে। আর অবসর সময়ে আমাদের এই ক্ষুদ্র সাইটটিতে ঘুরে যাবে।
তো আল্লাহ হাফেজ। সবাই সুস্ষ থাকবেন এবং ভালো থাকবেন।
Leave a Comment