প্রতিটি কাজই হতে পারে শেষ কাজ
আর যদি উপরে দেওয়া youtube লিংক কাজ না করে তবে নিচে ভিডিও আইকনে ক্লিক করে দেখে নিন,,,,,,
একজন বয়স্ক রাজমিস্ত্রি তার কাজ থেকে অবসর নিতে চাইলাে। তাই সে তার মালিকের কাছে গিয়ে বললাে,"স্যার, আমি এই বাড়ি বানানাের কাজ থেকে অবসর নিয়ে আমার স্ত্রী ও ছেলেমেয়েদের সাথে সময় কাটাতে চাই। তার মালিক এতে কিছুটা দুঃখ পেল কারণ সে ছিলাে সবচেয়ে দক্ষ ও কর্মঠ রাজমিস্ত্রি। সে বললাে, "ঠিক আছে কিন্তু তুমি কি চলে যাওয়ার আগে আর একটি মাত্র বাড়ি বানাতে আমাদের সাহায্য করবে ?” বয়স্ক রাজমিস্ত্রি এই প্রস্তাবে সানন্দে রাজী হয়ে গেল। কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল তার মন সেখানে ছিল না এবং সে সব সময় তার অবসরের কথা ভেবে অন্যমনস্ক থাকতাে। সব সময় সে বাড়ির চিন্তা করতাে। তাই এর আগে যত কাজ সে করেছিলাে এই কাজটাই তার করা সবচেয়ে খারাপ কাজ হয়ে গেল। যখন সে বাড়িটি তৈরী করা শেষ করলাে তখন তার মালিক বাড়িটি দেখতে এলাে এবং বৃদ্ধের হাতে বাড়ির চাবি দিয়ে বললাে, "এটা এখন থেকে তােমার বাড়ি, তােমার প্রতি আমার উপহার।" এই কথা শুনে বুদ্ধ আফসােস করলাে। সে মনে মনে ভাবলাে, "হায় হায় যদি আমি শুধু একবার জানতাম যে আমি আমার নিজের বাড়ি তৈরী করছি তাহলে এটা আমার জীবনে করা সবচেয়ে ভাল কাজ হতাে।
Leave a Comment