প্রবল পরাক্রমশালী থেকে নিঃস্ব
মৃত্যুশয্যায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিকে ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার তিনটা অভিপ্রায় তােমরা পূরণ করবে। আমার প্রথম ইচ্ছা হচ্ছে,শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন। আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে, আমার কফিন যে পথ দিয়ে গােরস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সােনা ও রুপা ছড়িয়ে দিবে। আর শেষ অভিপ্রায় হচ্ছে, কফিন বহনের সময় আমার দুইহাত কফিনের বাইরে ঝুলে থাকবে।' তার সেনাপতি তখন তাকে এই বিচিত্র অভিপ্রায় কেন করছেন প্রশ্ন করলেন। দীর্ঘশ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, 'আমি পৃথিবীর সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই। - আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি যে যাতে লােকে অনুধাবন করতে পারে যে চিকিৎসকেরা কোন মানুষকে সারিয়ে তুলতে পারে না। তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম। দ্বিতীয় শিক্ষা হচ্ছে গােরস্থানের পথে সোনা- দানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বােঝানাের জন্য যে মৃত্যুর পূর্বে আমরা যেন আমাদের সর্বস্ব অপরের জন্য বিলিয়ে দেই। কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি। রাজ্য, সম্পদ, যশ-খ্যাতি এগুলাে পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক এসবের পেছনে ছােটা সময়ের অপচয়।
Leave a Comment