অন্যের চোখে জীবন দেখা

   


উপরে দেওয়া আমার youtube  channel Link থেকে ভিডিওটি দেখে নিতে পারেন।  আর তা না হলে নিচে থেকে সরাসরি ভিডিওটি দেখে নিন সবাই :



 

তো বন্ধুরা চলুন গল্পটি তাহলে শুরু করা যাক --


হাসপাতালে পাশাপাশি বিছানায় থাকেন ২জন রােগী। ২জনেই মৃত্যু শয্যায়। একজন রােগী থাকতাে জানালার কাছে। বিছানা থেকে উঠে বসার মতাে শক্তি ছিল না কারােরই। তবুও জানালার কাছে থাকা রােগীটি নার্স কে ডেকে প্রতিদিন বিকেলে এক ঘণ্টার জন্য জানালার পাশে উঠে বসতেন। অপলক চেয়ে থাকেন তিনি বাইরের দিকে। ১ ঘণ্টা পরে পাশের বিছানায় শুয়ে থাকা রােগীর কাছে বাইরে কি কি দেখল তার বর্ণনা করতেন। তিনি প্রতিদিন বলতেন-“বাইরে অনেক পাখি উড়ে বেড়াচ্ছে। ছােট ছােট শিশুরা মাঠে খেলা করছে। বাচ্চারা কাগজের নৌকা বানিয়ে ভাসিয়ে দিচ্ছে পানিতে..." পাশের বিছানায় শুয়ে শুয়ে রােগীটি এইসব তার কানে শুনত আর চোখে কল্পনা করতাে। আর মনের আকাশে উড়ে বেড়াতাে মেঘেদের সাথে। অন্যরকম ভালাে লাগা কাজ করতাে এসব বর্ণনা শুনে। হঠাৎ একদিন জানালার পাশে থাকা রােগীটি মারা গেলেন। পাশের বিছানার রােগীটি তখন নার্স কে অনুরােধ করলাে তাকে যেন জানালার পাশের বেড এ থাকতে দেওয়া হয়। বিকেল হলাে। সে আজ প্রকৃতি নিজ চোখে দেখবে। অনেক আশা নিয়ে কনুই এ ভর করে চোখ রাখলেন জানালায়, কিন্তু হায়!! সেখানে তাে সাদা দেয়াল ছাড়া আর কিছুই নেই!!!!
নার্স কে ডাকলেন,জিজ্ঞেস করলেন-"এখানে তাে দেয়াল ছাড়া কিছুই নেই! তাহলে প্রতিদিন সে আমাকে কিভাবে সুন্দর ফুল,প্রকৃতির,পাখির বর্ণনা করতাে?!!” নার্স হাসিমুখে উত্তর দিলাে- "আসলে উনি ছিলেন অন্ধ। আপনাকে বেঁচে থাকার উৎসাহ দিতেই এসব গল্প শোনাতেন। ...


Translated it into English


There are 2 people in the hospital as well as inbed. Both of them are on death bed. An angry man is by thewindow.No one had the strength to get out of bed. Still,Ragiti, who was by the window, would callthe nurse and sit by the window for an hourevery afternoon. He stares at the outside.After 1 hour, he would tell what he saw outside to theangry man lying on the bed next to him. He used to sayevery day- “Many birds are flying outside. Six childrenare playing in the field. The kids are making paperboats and floating in the water .. "Lying on the bed next to her, Ragiti listened to all this inher ears and imagined with her eyes. And the mindflies in the sky with the clouds. Listening to these descriptionswhile doing something good.Suddenly one day the rage by the windowdied.The nurse on the side bed then asked the nurseto let her stay in the bed by the window.In the afternoon. He will see nature with hisown eyes today. With a lot of hope, he kepthis eyes on the window, but alas !! There is nothing butwhite walls !!!!
The nurse called and asked, "There's nothing herebut the walls! So how does she tell me every dayabout beautiful flowers, nature, birds? !!"The nurse replied with a smile, "Actually he wasblind. He used to tell you these stories to encourage youto live ...

Leave a Comment